মাদকের জন্য সীমান্তে ছোটাছুটি, মাদকসেবিরা চায় ‘বেশি চিনির চা’

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্তবর্তী কয়েকটি ইউনিয়নের সীমান্তবর্তী গ্রামগুলোতে সন্ধ্যা নামতেই তৎপর হয়ে ওঠে কয়েকটি পক্ষ। সুযোগ বুঝে ‘লাইনম্যান’ মুঠোফোনে সংকেত দেন ‘লাইন ক্লিয়ার’।এরপর সীমান্তের দিকে এগোতে থাকেন ‘ভারীরা’। খেতের আল ধরে হামাগুড়ি দিয়ে শূন্যরেখার কাছে পৌঁছানোর পর সংকেত দিলে ওপার থেকে মালামাল ছুড়ে দেন ভারতীয় পাচারকারীরা। দ্রুত সেগুলো সংগ্রহ করে ফিরে আসেন তারা। সম্প্রতি মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের মোহনপুর, আলীনগর, কালিকাপুর , চৌমুহনী ইউনিয়নের রামনগর, কমলপুর, রাজনগর, বহরা ইউনিয়নের শ্রীধরপুর, কৃষ্ণপুর, শাহজাহানপুর ইউনিয়নের বনগাঁও, জালুয়াবাদ সীমান্ত এলাকা ঘুরে মাদক চোরাচালানের এ চিত্র পাওয়া গেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সীমান্তের মাদক … Continue reading মাদকের জন্য সীমান্তে ছোটাছুটি, মাদকসেবিরা চায় ‘বেশি চিনির চা’